শেয়ার করেও জিতুন
কুইজে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পাশাপাশি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’-এর যেকোনো তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করেও জিতে নিতে পারেন বাড়তি পুরস্কার।
- কুইজ-বিষয়ক যেকোনো তথ্য (যেকোনো কুইজ, নিয়মাবলি, বিজয়ী তালিকা, এফএকিউ ইত্যাদি) প্রিয় অ্যাপ বা https://quiz.priyo.com ওয়েবসাইটের যেকোনো পৃষ্ঠা থেকে ‘শেয়ার করেও জিতুন’ বাটন চেপে শেয়ার করতে হবে।
- আপনার শেয়ার করা লিংক থেকে যত মানুষ ক্লিক করে কুইজে অংশগ্রহণ করবেন, লটারিতে আপনার জেতার সম্ভাবনা তত বেশি।
- প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে সাতজন বিজয়ী নির্বাচন করা হবে।
- শেয়ার করার সময় আপনার অ্যাকাউন্টে অবশ্যই লগ ইন করা থাকতে হবে।
- ওয়েবসাইট থেকে ইউআরএল (লিংক) শেয়ার করলে সেটি গ্রহণযোগ্য হবে না।
- একজন ব্যবহারকারী যত বেশি ইচ্ছা শেয়ার করতে পারবেন। কুইজটি ফেসবুকে (টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেজ) শেয়ার করা যাবে।
- পুরনো কুইজও যেকোনো সময় শেয়ার করা যাবে।
- সপ্তাহ শেষে প্রিয়’র ফেসবুক পেজ https://www.facebook.com/priyolife থেকে লাইভ-এ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
- বিজয়ীরা বিভিন্ন সপ্তাহে স্মার্টফোন, গিফট ভাউচার, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার পাবেন।